akm-mozammel-haque

দৈনিকবার্তা-ঢাকা,২৮অক্টোবর: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে৷তিনি বলেন,ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে যারা চিহ্নিত হচ্ছে- তাদের আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেয়া হয়েছে৷ অতিতে যারা ভুয়া সনদ নিয়েছে তারা কেউ পার পাবে না ৷মন্ত্রী মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ নাগরিক সেবা সংঘ(বিএনএস) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷

‘জাতীয় উন্নয়ন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় আওয়ামীলীগ কুয়েত শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্ব করেন৷ বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ,বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের সভাপতি আছাদুজ্জামান দুর্জয় ও বঙ্গবন্ধু মঞ্চের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খান৷বিগত ৫ জানুয়ারি নির্বাচন যথার্থই ছিল মনত্মব্য করে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, এ নির্বাচন দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে৷ একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতাবিরোধীরা গত ৫ জানুয়ারির নির্বাচনের বিরম্নদ্ধে অবস্থান নিয়ে এ নির্বাচন বানচালের চেষ্টা করে ব্যর্থ হয়েছে৷

বাংলাদেশ নারীর ৰমতায়ন,দারিদ্র্যবিমোচন ও শিক্ষা উন্নয়নে বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এ কথা উলেস্নখ করে মন্ত্রী বলেন, এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে৷ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই সকল যুদ্ধাপরাধী, জঙ্গীবাদের পৃষ্ঠপোষক এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদেরও বিচার হবে৷