দৈনিকবার্তা-ঢাকা,১৮অক্টোবর : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িক মৌলবাদ ও জঙ্গীবাদ চক্রের সমর্থক বিএনপি চক্রকে রাজনীতিেেত এক চুলও ছাড় দেয়া যাবে না৷তিনি শনিবার জাতীয় সমাজতান্ত্রিক (জাসদ) দলের বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে জাতীয় কমিটির এক সভায় দলের ভবিষ্যত দিক নির্দেশনামূলক স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন৷তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি আজ দেশ ও জাতির বিরুদ্ধে গভীর চক্রানত্মে লিপ্ত৷ তারা দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা ও গণতন্ত্রের বিরম্নদ্ধে জঙ্গীবাদ চক্রকে নিয়ে যে সংবিধান বিরোধী কাজ করছে তার জন্যে দেশবাসীর কাছে ভুল স্বীকার করে কোন ক্ষমা চায়নি৷ তাই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে যারা রাজনৈতিক সংলাপের কথা সমর্থন করেন তারা বাংলাদেশের জনগণের মঙ্গল চায় না৷
তিনি বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে নতুন জীবন দান করতে একটি বিশেষ চক্র সংলাপের পক্ষে যারা কথা বলছেন তারা মূলত দেশবিরোধী যুদ্ধাপরাধী জামাত ও মৌলবাদীদের দোসর৷তথ্যমন্ত্রী যুদ্ধাপরাধী, জঙ্গীবাদ, ধর্মান্ধ মৌলবাদ ও লুটেরাদের বিরুদ্ধে সোচচার হতে দলীয় নেতাদের উদ্দেশে বলেন, আমাদেরকে বিএনপি চক্রের অপকর্ম ও দেশ বিরোধী চক্রানত্ম ও ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে৷ বিএনপি জামাত-শিবির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধীদের সঙ্গ ত্যাগ করতে পারেনি৷ এই চক্রকে সাথে নিয়ে তারা ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে দেশে যে সন্ত্রাসী তান্ডব চালিয়েছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে৷ তিনি বলেন, বিএনপি চক্রের হাত থেকে দেশের মানুষকে রক্ষায় জন্য সরকারের পাশাপাশি সমাজের সচেতন মহলকেও এগিয়ে আসতে আমাদেরকে মহাজোটের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে৷তিনি বলেন, বর্তমান সংসদকে আরো কার্যকরী ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে৷ আমরা সংসদের স্থায়ী কমিটির মুক্ত অধিবেশন করার ব্যবস্থা দাবি জানাবো৷ইনু বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো বেশী কার্যকর ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা সংসদ সদস্যদের প্রভাবমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা কায়েম করার দাবি জানাচ্ছি৷তথ্যমন্ত্রী বলেন.৭৫ পরবতর্ী সময়ে যে মৌলবাদী চক্র বাংলাদেশের সংবিধানকে অমান্য করে গণতন্ত্র ও এর ধারাবাহিকতাকে ধ্বংস করেছে তাদের ব্যাপারে সজাগ ও সর্তক থাকতে হবে৷
গণতন্ত্র ও সংবিধান বিরোধী চক্রের বিরম্নদ্ধে যে যুদ্ধ চলছে তা এগিয়ে নিতে জাসদকে বিশেষ ভূমিকা পালন করার জন্য তিনি দলীয় নেতা- কমর্ীদের প্রতি আহবান জানান৷সভায় দলের সাধারণ সম্পাদক শরীফ নুরম্নল আম্বিয়া, শিরিণ আখতার এমপি, নাজমুল হক প্রধান এমপি, ইকবাল হোসেন খান, মো: খালেদ,আব্দুল হাই তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন৷সভার শুরম্নতে দলের প্রয়াত নেতাদের প্রতি শোক প্রসত্মাব গ্রহণ ও তাদের বিদেহী আত্মার শানত্মি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়৷পরে জাতীয় কমিটির সদস্যরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভবিষ্যত আলোচনায় অংশ গ্রহণ করেন৷