দৈনিকবার্তা-ঢাকা, ১১ অক্টোবর ২০১৪ : পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা৷ তবে শান্তিতে নয়, ফিরছেন একরাশ ভোগান্তি আর দুর্ভোগের অভিযোগ নিয়ে৷ হজের ফিরতি ফ্লাইটের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ছিল বিলম্ব বিড়ম্বনা৷ আর তৃতীয় দিনে এ বিড়ম্বনা রূপ নিয়েছে মাহাবিড়ম্বনায়৷ শনিবার তৃতীয় দিনে হজের ফিরতি ফ্লাইট বাংলাদেশ বিমানের বিজি ২০১৬ হযরত শাহজালাল (রা.) বিমানবন্দরে ভোর পৌঁনে ৬টায় অবতরণ করার কথা থাকলেও বিমানটি অবশেষে বেলা পৌঁনে ১২টায় অবতরণ করেছে৷ অর্থাত্ দীর্ঘ ৬ ঘন্টা পর বিমানটি অবতরণ করে৷
এর আগে শুক্রবার হজের ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিনেও ছিল একই ভোগান্তির চিত্র৷এদিনও নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৩ ঘন্টা বিলম্বে ফ্লাইটটি অবতরণ করে৷ আর প্রথম দিনের অর্থাত্ বৃহস্পতিবার প্রায় ৪ ঘন্টা বিলম্বে পৌঁছায় বিমানটি৷ বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইটে ফেরা হাজিদের সঙ্গে কথা বলে জানা যায়,জেদ্দা বিমানবন্দওে চেকিং ও ইমিগ্রেশনে দেরি করার কারণে হজের ফিরতি ফ্লাইট বিলম্বে দেশে ফিরছে৷
এসময় হাজি নাওয়াব আলী নামের এক হজযাত্রী বলেন, যেভাবে সৌদি প্রশাসন হাজিদের চেকিং করছে, তাতে করে একেকজনের পেছনে ৮ থেকে ১০ মিনিট সময় ব্যয় হচ্ছে৷ এছাড়া ইমিগ্রেশনেও সময় লাগছে৷ এরপর যে ফ্লাইটগুলো আসবে সেগুলোও ৩ থেকে ৪ ঘন্টা দেরিতে আসবে৷’ নাওয়াব আলীর ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন হাজি আক্তারুজ্জামান৷ তিনি বলেন, সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই৷ কিন্তু সৌদি প্রশাসন যেভাবে আমাদের তল্লাশি করছে তাতে করে ফেরার সময় দুর্ভোগ বাড়ছে৷
এদিকে শনিবার বাংলাদেশ বিমানের মোট তিনটি ফিরতি হজ ফ্লাইট রয়েছে৷ এর মধ্যে প্রথমটির অবতরণের সময় ছিল ভোর পৌনে ৬টায়৷ কিন্তু ৬ ঘন্টা বিলম্বে এটি এসে পৌঁছেছে বেলা পৌনে ১২টায়৷ দ্বিতীয় ফ্লাইটটির অবতরণ করার কথা ছিল পৌনে ১২টায়, কিন্তু এটি কখন পৌঁছাবে তা এখনো অনিশ্চিত৷ আর তৃতীয় দিনের সর্বশেষ ফ্লাইটটি পৌঁছানোর কথা সন্ধ্যা ৭টায়৷ ফ্লাইট দেরিতে আসার প্রসঙ্গে কথা বলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগাযোগ করা হলে জানানো হয়, আজ অফিস বন্ধ৷ আগামীকাল আসতে হবে৷
বিমানবন্দর থেকে হাজীদের নিতে আসা স্বজনরা কেউবা রাতে আবার কেউ ভোরে এসে বিমানবন্দরে পৌঁছেছেন৷ ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে তারাও দুর্ভোগে এবং উত্কন্ঠার মধ্যে রয়েছেন৷