দৈনিকবার্তা-ঢাকা, ০১অক্টোবর: বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান নাজমুল হুদাকে ডেকেও শেষ পর্যন্ত আর তার সঙ্গে বসলেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ব্যস্ততার কারণ দেখিয়ে সাক্ষাৎপর্ব পিছিয়ে দেয়া হয়েছে।
নাজমুল হুদার বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, তিনি যখন চেয়ারপারসনের সঙ্গে দেখা করার উদ্দেশে গুলশানের কাছাকাছি তখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ফোন করে বলেন- আজকে আমরা একটু ব্যস্ত আছি। স্থায়ী কমিটির সদস্যরা এখন বৈঠকে বসবেন। একইসঙ্গে নাজমুল হুদাকে এটিও জানানো হয়েছে যে, দু’একদিনের মধ্যেই তাকে আবার ডাকা হবে। এর আগে কথা বলার জন্য নাজমুল হুদাকে ডেকে পাঠান বেগম জিয়া। রাত ১০টায় তাদের দেখা হওয়ার কথা ছিল।
ব্যারিস্টার হুদা তখন বাংলামেইলকে বলেছিলেন, ‘ম্যাডাম রাতে ডেকেছেন, তাই যাবো। এতদিন তো দলে ছিলাম না, হয়তো দলে যাবার ব্যাপারেই কথাবার্তা হবে।’ খালেদা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে ২০১২ সালে শৃঙ্খলা ভঙের দায়ে দল থেকে বহিষ্কৃত হন বিএনপির একসময়ের এ প্রভাবশালী ভাইস চেয়ারম্যান। দল থেকে বহিষ্কার হওয়ার পর দীর্ঘদিন ধরেই দলে ফেরার জন্য চেষ্টা চালিয়ে আসছেন তিনি। খালেদা জিয়ার ডাক পাওয়ার তার দলে ফেরার পথ সুগম হচ্ছিল বলেই মনে করছিলেন তার শুভাকাঙ্খিরা। উল্লেখ্য, গত ২২ জুলাই নাজমুল হুদার ধানমণ্ডির বাসায় গিয়ে তার সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।