
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর (সিভিল ডিফেন্স) এক বিবৃতিতে জানানো হয়েছে, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা তৃতীয় তলাতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেশটির সিভিল ডিফেন্সের ৫টি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি করে। এ ছাড়া আগুন লাগার কারণ জানতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র : আরব নিউজ –