দৈনিকবার্তা-ঢাকা,১৯ আগষ্ট: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন,বিএনপি নেতারা নির্বাচনের আগে কড়া মুসলমান হয়৷অথচ ফিলিস্তিনি মুসলমানদের ওপর যখন ইসরাইলের বর্বরোচিত হামলা হয়, তখন তারা এর প্রতিবাদ করেন না৷ কারণ, ইয়াহুদিদের বিরুদ্ধে কথা বললে তারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য যে লবিং করছে তা সফল হবে না৷
ইসলামি গবেষণা পরিষদ আয়োজিত ফিলিস্তানের মুসলমানদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাব অডিটরিয়মে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷
নির্বাচন আসলেই খালেদা জিয়া ইসলামের লেবাস লাগান৷ কিন্তু সারা বছর তার চালচলনে ইসলামের কোনো লেবাস থাকে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ খন্দকার৷
হাছান মাহমুদ খন্দকার বলেন,বাংলাদেশে জামায়াতসহ অনেক ইসলামী দল রয়েছে৷যারা ব্লগ,ফেসবুকে কট্টর কিছু লিখলেই বায়তুল মোকাররমসহ আশপাশের এলাকা গরম করে ফেলেন৷ কিন্তু যখন ইসরাইল নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে সেই সময় তারা নিশ্চুপ রয়েছে৷
তিনি অভিযোগ করে বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে আমেরিকা, ইউরোপিয়ান এবং ইহুদিদের লবিস্ট নিয়োগ করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে কথা বললে তারা মনে কষ্ট পাবে এ কারণে তারা নিশ্চুপ রয়েছে৷
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দুই বার মন্ত্রিসভায় ফিলিস্তিনি বিষয়টি আনেন এবং নিন্দা প্রকাশ করেন৷ প্রধানমন্ত্রী এই বর্বর ঘটনার প্রতিবাদ জানানোর জন্য দেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানান৷আজকের সমাবেশ তারই নির্দেশে বলেও মন্তব্য করেন তিনি৷
বিএনপি জামায়াত নির্বাচন আসলেই ইসলামের লেবাস লাগায়৷ আসলে এটি তাদের কুত্সিত চরিত্রের বহিঃপ্রকাশ৷ ৭৯ বছরের নারীর চালচলন ২৯ বছর বয়সী নারীর মতো বলেও উল্লেখ করেন তিনি৷
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনেন্স ও আওয়ামী লীগের উপদেষ্টা শায়েখ মো.গোলাম মাওলা, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোহাম্মদ আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতাউর রহমান প্রমুখ৷