দৈনিকবার্তা: পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি কলকাতা সফর করেন কিং খান। শাহরুখ খানের আসার খবর পেয়ে সকাল থেকেই বিমানবন্দরে ভিড় জমান তাঁর অসংখ্য ভক্ত। কলকাতায় পা রেখেই তীব্র নিরাপত্তার বেষ্টনীর মধ্যেই শাহরুখ সটান পৌঁছে যান অনুষ্ঠানে। কলকাতায় এসেছেন, আর নিজের বোনের সঙ্গে দেখা করে যাবেন না, তেমনটা কী আর হয়!
সেদিনই আবার ‘রাখি উৎসব’। তাই নিজের প্রিয় ‘ভাই’-কে এদিন খালি হাতে যেতে দেননি মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অনুষ্ঠানেই শাহরুখের হাতে পরিয়ে দিলেন সোনালী রঙের রাখি। সঙ্গে সঙ্গে ট্যুইটারেও সেই ছবি পোস্ট করতে ভোলেননি বলিউড বাদশা।
শাহরুখ ট্যুইট করেন, ‘’সবাইকে হ্যাপি রাখি! আমার রাখি উৎসব আজ থেকেই শুরু হয়ে গেল। মমতাদি হাতে পরিয়ে দিয়েছেন রাখি। সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় কলকাতা পুলিশকে আমার অসংখ্য ধন্যবাদ।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে শাহরুখ খানের একটা অন্যরকম সম্পর্ক রয়েছে আগে থেকেই। এর আগেও শাহরুখ দিদির সঙ্গে দেখা করার জন্য ছুটে গেছেন মুখ্যমন্ত্রীর বাসায়। গত আইপিএলের সময় কলকাতা নাইট রাইডার্সের কাছে কিং ইলিভেন পাঞ্জাব হেরে যাওয়ার পর ছুটে গিয়েছিলেন দিদির বাসায়। ভাইকে কাছে পেয়ে বোনও দিশেহারা। এসময় দিদি তার ভাইকে বাঙ্গালি খাবার দিয়ে আপ্পায়ন করতে ভুলেন না।