গাজীপুরের শ্রীপুরে স্বামীর মারধরে এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম মর্জিনা আক্তার (২২)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গঙ্গাটিয়া (জমিদারবাড়ি) গ্রামের আব্দুর রশীদের মেয়ে।
শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) সারোয়ার হোসেন জানান, ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল গ্রামের কাজল মিয়ার ছেলে সজীব হোসেন (২৫) তার স্ত্রী মর্জিনাকে নিয়ে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ভাড়া থাকে। সজীব স্থানীয় একটি ভাঙ্গারী দোকানে কাজ করতো। পারিবারিক বিষয়াদি নিয়ে রবিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে উত্তেজিত সজীবের মারধরে মর্জিনা আক্তার গুরুতর আহত হয়। এলাকাবাসি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে স্বজনরা সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মর্জিনার মৃত্যু হয়। এ ঘটনায় সজীবকে আসামী করে নিহতের মা সালেহা বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ নিহতের স্বামী সজীব হোসেনকে (২৫) গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করে।