hasina7

দৈনিক বার্তা ডেস্ক: নির্বাচনে অংশ না নেয়া বিএনপির ভুল সিদ্ধান্ত ছিল। তাদের ভুলের খেসারত দেশবাসি কেন দেবে? যে ভাবে হোক নির্বাচন হয়েছে। জনগন মেনে নিয়েছে। ৪০ ভাগ ভোট পড়েছে। তাহলে এখন আবার সংলাপ কেন। যদি দেশ চালাতে ব্যার্থ হতাম তাহলে কথা  ছিল। তারা ট্রেন মিস করেছে। এখন নতুন ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে হবে। শনিবার বেলা সাড়ে ১১ টায় গণভবনে বৃটেন সফর সর্ম্পকে বিস্তারিত তুলে ধরার জন্য আয়োজীত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্য সরকার ৫  জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেনি। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রেও তাদের কোন দ্বিধা ছিল না। তিনি বলেন, যুক্তরাজ্য সরকারের যদি বাংলাদেশ সরকার সম্পর্কে কোনো দ্বিধা থাকত, তাহলে তাকে দেশটির প্রধানমন্ত্রী বারবার ফোন করে দাওয়াত দিতেন না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে ১০ নং ডাউনিং স্ট্রিটে নিজে রিসিভ করেন বলে জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিল। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে, সে গুলো চলবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।  বিচারপতিদের ইমপিচমেন্টের ক্ষমতা সংসদের হাতে থাকবে জানিয়ে তিনি বলেন, পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছে। এখন সংসদীয় গণতন্ত্রের সঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চলতে পারে না। তাই ৭২-এর সংবিধানে আমরা ফিরে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি  মৃত্যুকে ভয় পাইনা, মরার আগে মরিনা। তিনি বলেন, দুর্বলের তর্জন গর্জন বেশি থাকে। তাই আমাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। উল্টো আমাকেই দোষারোপ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করেছি। আমাদের আমলে ৩২ টি টেলিভিশন, ২২ টি রেডিও অনুমোদন দিয়েছি। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবো। যেমনিভাবে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে শাস্তি  দেয়া হয়েছে, ঠিক সেভাবেই যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্য সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। তিনি বলেন, আমি মনেকরি বাংলাদশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই সফর  অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। এর মাধ্যমে আমাদের দু’দেশের সুসম্পর্ক এক নতুন মাত্রায় উন্নীত হবে। সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দেশ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গার্ল সামিটে অংশগ্রহণ ও তিন দিনের যুক্তরাজ্য সফর শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন  প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ বন্ধু সদ্যপ্রয়াত সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন।