গাজীপুরে পূর্ব বিরোধের জেরে এক ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে। নিহতের নাম আরিফ হোসেন (২৬)। সে ঢাকার কেরাণীগঞ্জের বাচন আলীর ছেলে।
জিএমপি’র বাসন থানার ওসি কাউসার আহমেদ চৌধুরী ও নিহতের স্বজনরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব চান্দনা পূর্বপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে আরিফ দীর্ঘদিন ধরে স্বপরিবারে বসবাস করে আসছে। সে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় ঝুটের ব্যবসা করতো। প্রতিদিনের মতো রবিবার আরিফ বাসা থেকে বের হয়। রাতে তার দুই বন্ধু আরিফকে আটকে রেখে মারধর করে এবং ফোনে তার স্ত্রীর কাছে টাকা দাবী করে। আরিফের স্বজনরা বিকাশের মাধ্যমে তাদের কাছে ৩০ হাজার টাকা পাঠায়। পরে রাত দেড়টার দিকে যুবকরা ফোন করে আরিফ আহতাবস্থায় চান্দনা পূর্বপাড়া এলাকায় পড়ে আছে পরিবারকে জানায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আরিফকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি কাউসার বলেন, নিহত আরিফের দুই হাতের রগ ও আঙ্গুল কাটা এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসা সংক্রান্ত টাকা-পয়সার লেনদেনের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াসিন খান (২৭) নামে যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।