জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৭০ সদস্যের দুটি দল মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেছে। এর মধ্যে ১৪০ সদস্যের কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। অন্যদিকে মালিতে নিয়োজিত বাংলাদেশ পুলিশের আরেকটি কন্টিনজেন্টের ৩০ জনের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মু. মাসুদ রানা। পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স উইংয়ের কর্মকর্তারা বিমানবন্দরে মিশনগামী পুলিশ সদস্যদের বিদায় জানান।
উল্লেখ্য, গত ২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। ২০১৭ সাল থেকে ইউনিটটি মালির সাহারা মরুভূমির বুকে তিম্বুতক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় দায়িত্ব পালন করছে।