গণতান্ত্রিক ব্যবস্থা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সবগুলো সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১৩৮টিতে একমত হয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

জোনায়েদ সাকী বলেন, সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়, নির্বাচন ছাড়া সংস্কার কিংবা পরিবর্তন সম্ভব নয়। এছাড়া মৌলিক সংস্কারগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার বলেও মনে করে গণসংহতি আন্দোলন।

তিনি আরও বলেন, কিভাবে নূন্যতম ঐকমত্য তৈরি করা যায় সেজন্য বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করা হবে। যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো জুলাই সনদে অন্তর্ভূক্ত হবে। এবং যেগুলোতে মতভেদ থাকবে তা জনগণের সামনে তুলে ধরা হবে।