খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা কে চলতি বছরের মধ্যে প্রসব জনিত ফিস্টুলামুক্ত ঘোষণা করার লক্ষ্য নিয়ে ২৭ এপ্রিল রোববার থেকে ১১ই মে পর্যন্ত  পনেরো দিনব্যাপী বিশেষ সনাক্তকরণ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনীষ্ঠা চাকমার সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা ও স্থানীয় জন প্রতিনিধিগণ। কর্মকর্তারা বলেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এর আর্থিক সহায়তা ও সিআইপিআরবি  এর কারিগরি সহায়তায় পরিচালিত Sexual  Reproductive Maternal Newborn Child and adolescent Health(SR-MNCAH) প্রকল্পের আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এছাড়া

স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক যুগে মাঠ পর্যায়ে কাজ করবেন স্বাস্থ্য বিভাগের HI, AHI, HA, CHCP, এবং পরিবার পরিকল্পনা বিভাগের FWV, FWA, FPI  কর্মকর্তারা।

এ সময় তারা আরো বলেন, ফিস্টুলা রোগীদের সনাক্ত করে তাদের জেলা সদর হাসপাতালে রেফার  করা হবে। সেখানে গাইনি বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের চূড়ান্ত মূল্যায়নের পর উন্নত চিকিৎসার জন্য ফিস্টুলা সেন্টারে রেফার করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো এই চিকিৎসার সমস্ত ব্যয় সম্পূর্ণ বিনামূল্যে বহন করবে সংশ্লিষ্ট প্রকল্প। এই মহৎ উদ্যোগের মূল লক্ষ্য আগামী ২৩ শে মে  আন্তর্জাতিক ফিস্টুলা দিবসে মহালছড়ি উপজেলা কে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের মধ্যে ফিস্টুলামুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হবে। এই ঘোষণা দেবেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন এবং উপপরিচালক পরিবার ও পরিকল্পনা বিভাগ।

জনস্বাস্থ্য খাতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ মা ও নবজাতকের সুস্থতা নিশ্চিত করতে ও প্রসবজনিত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বয়ে চলা ফিস্টুলা আক্রান্ত নারীদের জন্য একটি আশার আলো বলে মন্তব্য করেন স্থানীয়রা।

ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলাগুলোকে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণ এর মাধ্যমে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ফিস্টুলামুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।