কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (ঈঊগঈঅ) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) যৌথ উদ্যোগে ‘উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল’ বিষয়ক চারদিন ব্যাপী (২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত) এক প্রশিক্ষণ প্রোগ্রাম বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এ সমাপনী ও সনদবিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘বর্তমানে শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রোডাকশনের গুরুত্ব অপরিসীম। শিক্ষা কার্যক্রমকে সহজ উপায়ে দ্রুত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়ার জন্য “মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল” বিষয়ক প্রশিক্ষণ আমাদের জন্য অপরিহার্য। প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে টিকে থাকতে হলে আমাদেরকে বহির্বিশ্বের উন্নত প্রযুক্তি গ্রহণ করতে হবে। আর এ আধুনিক ডিজিটাল প্রযুক্তি হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তা বাস্তবক্ষেত্রে যথাযথভাবে কাজে লাগাতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগুণমান বৃদ্ধি করতে হবে। আমাদের কর্মীবাহিনী ও যন্ত্রপাতি রয়েছে কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ নেই। এ প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থী সেবায় কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, গুনগত মানসম্পন্ন ভিডিও তৈরি করতে হবে এবং সেগুলি আমাদের আঞ্চলিক ও উপ- আঞ্চলিক কেন্দ্রে প্রেরণ করতে হবে। আঞ্চলিক কেন্দ্রে সংরক্ষিত এ ভিডিও শিক্ষার্থীরা প্রয়োজনমত কাজে লাগাতে পারবে। শিক্ষা হলো একটি চলমান প্রক্রিয়া। জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হলে প্রশিক্ষণলব্ধ শিক্ষা পরস্পরের মধ্যে বিতরণ করতে হবে। জ্ঞানের সঠিক ব্যবহার দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। ভবিষৎ প্রজন্মের জন্য দূরশিক্ষণ ব্যবস্থার কোর্স কারিকুলামের ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে।

ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ইলেকট্রনিক মিডিয়া প্রোডাকশন সেন্টারের (নয়া দিল্লী) পরিচালক ড. কুমার ধর্মেন্দ্র প্রসাদ ও প্রযোজক ড. যতিন্দর জিত কৌর রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রোগামে দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে উন্মুক্ত ও দূরশিক্ষণ এবং অনলাইন শিক্ষায় মিডিয়ার ভূমিকা, উৎপাদন ও প্রচারের প্রযুক্তিগত নানা দিক নিয়ে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন।

চারদিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ প্রোগ্রামের বিভিন্ন সেশনে মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রস্তুতের জন্য বিষয় চিহ্নিতকরণ, বাজেট তৈরিসহ উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, স্ক্রিপ্ট লেখার জন্য একাডেমিক সংক্ষিপ্তসার, স্ক্রিপ্ট লেখার ধারণা তৈরি ও অনুশীলনের বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণার্থীদেরকে বাস্তব ধারণা প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণার্থীদেরকে স্টুডিও/আউটডোরে স্ক্রিপ্ট উপস্থাপনা বিষয়ে হাতে কলমে অনুশীলন এবং এর প্রতিক্রিয়া ও মূল্যায়ন করা হয়। এ প্রশিক্ষণ ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিসোর্স পার্সন ভারতের ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির (ঊগচঈ) পরিচালক ড. কুমার ধর্মেন্দ্র প্রসাদ ও প্রযোজক ড. যতিন্দর জিত কৌর, বাউবি’র রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, মিডিয়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শরীফ মো: শাহাবুদ্দীন, মিডিয়া বিভাগের সিনিয়র ভিডিও স্পেশালিষ্ট সোহেল আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুলের ২৪ শিক্ষক এবং মিডিয়া ও কম্পিউটার বিভাগের ২৪ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে মিডিয়া সেন্টারের প্রিভিউ থিয়েটারে এ সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।