ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশ সমতা ও মর্যাদার ভিত্তিতে কূটনীতিক সম্পর্কে বিশ্বাসী। এ সম্পর্ক বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশ মিশনসমূহ। গতকাল স্বাধীনতা ও জাতীয় দিবসে কূটনৈতিক রিসিপশন অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক আহমেদ ও কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান এসব কথা বলেন।
দুবাইতে পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি কূটনৈতিক সংবর্ধনা আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের বন্ধুপ্রতিম দেশসমূহকে আহ্বান জানান রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল। আমিরাতে বাংলাদেশিদের কাজের সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।
দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অব প্রোটোকল এন্ড অপারেশন মুহাম্মদ আল বাহারি। এছাড়াও, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ প্রায় ৩০টি দেশের কনসাল জেনারেল এবং অন্যান্য কূটনীতিকরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল এন্ড অপারেশন মুহাম্মদ আল বাহারি বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। এই কূটনৈতিক রিসেপশনে বাংলাদেশ এবং অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। আয়োজনটি বিভিন্ন দেশের কূটনীতিকদের মধ্যে পারস্পরিক আলোচনা ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে।