রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৯ মামলার পলাতক আসামি বিল্লাল হোসেনকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। একটি ছিনতাইয়ের মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া বিল্লাল গ্রেপ্তার এড়াতে ১০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন সমকালকে জানান, মতিঝিল থানার ২০১৪ সালের একটি ছিনতাই মামলায় দণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ ছিনতাইকারী বিল্লাল হোসেন ও তার সহযোগী সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। বিল্লালের বিরুদ্ধে শাজাহানপুর ও মুগদাসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত অভিযোগে ৯টি মামলা আছে। সোহাগের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে পাঁচটি।