কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ও ভিসা–সংক্রান্ত একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। আজ বৃহস্পতিবার থেকে পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভারতীয় ভিসা বাতিল ও নতুন ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিককে আগামী ২৯ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে।’ যাদের বৈধ ভিসা রয়েছে, তারাও রোববার (২৭ এপ্রিল) থেকে তা আর ব্যবহার করতে পারবেন না।

এর আগে, বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপের ঘোষণা দেয় দিল্লি।

ভারতীয় নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, পাকিস্তান ভ্রমণ এড়াতে হবে এবং যারা দেশটিতে অবস্থান করছেন, তাদের দ্রুত ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটিও (NSC) বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে বসে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

কাশ্মিরের হামলার ঘটনায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং উভয় দেশের প্রধান স্থল সীমান্ত বন্ধ করে দিয়েছে। এ ছাড়া পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার ও ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মীসংখ্যা কমিয়ে আনার ঘোষণা দেওয়া হয়।

ভারতের কূটনৈতিক পদক্ষেপ ও নাগরিক ফিরিয়ে আনার আহ্বানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এনডিটিভির খবরে বলা হয়েছে, ‘ভারতের পক্ষ থেকে শিগগিরই সামরিক প্রতিক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

কাশ্মিরের পেহেলগাম হামলায় ২৫ জন ভারতীয় ও এক নেপালি নাগরিক নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানকে ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদদ’ দেওয়ার অভিযোগে দায়ী করছে।