গত বছরের ৪ আগস্ট অনুষ্ঠিত শেখ হাসিনার পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষকদের ১ ঘণ্টা ৩০ মিনিটের গোপন অনলাইন সভার ভিডিও বড় পর্দায় দেখিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে এ ভিডিও বড় পর্দায় দেখায় ‘ফ্যাসিবাদবিরোধী সংঘ’ নামে একটি সংগঠনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদি বাঁচাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকদের ডাকা একটি মিটিং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সারাদেশব্যাপী তুমুল সমালোচনা ঝড় শুরু হয়। যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত বছরের ৪ আগস্ট অনুষ্ঠিত ১ ঘণ্টা ৩০ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, ববির তৎকালীন ভিসি অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে একটা অনলাইন সভা অনুষ্ঠিত হয়। যেখানে শেখ হাসিনরে পাশে দাঁড়িয়ে যেকোনো উপায়ে সরকার পতন ঠেকাতে শিক্ষকদের বদ্ধপরিকর হতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: মোকাব্বেল শেখ বলেন, ‘আজকে ফ্যাসিবাদবিরোধী সংঘ ব্যানারে যে প্রদর্শনী হয়েছে এটা হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদের বোঝাতে চেয়েছি যে কাদের সাথে আমরা প্রতিনিয়ত ক্লাস করছি এবং যারা আমাদের নীতি-নৈতিকতা শেখাচ্ছে আসলে তারা ভেতরে কতটুকু ফ্যাসিবাদ লালন করে। যখন রাস্তাঘাটে পুলিশের গুলিতে আহত নিহত হচ্ছি এবং আওয়ামী লীগের রোষানলে বাসা থেকে বের হতে পারছি না, ক্লাস করতে পারছি না, তখন তারা আমাদের ওপর নগ্ন হামলা ও হত্যাযজ্ঞকে সমর্থন করছে।’
তিনি আরো বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বোঝাতে চেয়েছি তারা যেন সচেতন হয় এবং আগামী দিনে এই বরিশাল বিশ্ববিদ্যালয় কিভাবে বিনির্মাণ করবে তারা যেন নিজেরাই ঠিক করতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য ছিল।’
এ সময় বড় পর্দায় সভা দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় ছিল।