চন্দ্র রায় সাহস বললেন, ছাত্রদল বাংলা সিনেমার শাবানা না।

তিনি বলেন, শাবানা আড়াই ঘণ্টার সিনেমার পুরোটাই কষ্ট করে। যখন ভালো সময় আসে তখন সবাইকে ক্ষমা করে দেয়। আগামীতে ছাত্রদলের প্রথম সারির নেতারা যদি এমন আহত বা নিহত হয় তাহলে আমরা শাবানার মতো আচরণ করতে পারবো না। এদের ক্ষমা করতে বললেও ক্ষমা করতে পারবো না। আমাদেরও রক্ত গরম হয়।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিরুদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন ভুইয়া ইমন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আক্তার শুভ প্রমুখ।

মানববন্ধনে শোক প্রকাশ করে কালো ব্যানার ও কালো ব্যাজ ধারণ করেন নেতা-কর্মীরা।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান করে গণেশ চন্দ্র বলেন, ৫ আগস্টের পর একটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সময় এসেছে। আপনারা সঠিক তথ্য, যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করুন। আমাদের যৌক্তিক সমালোচনা করুন। আমরা আমাদের শোধরানোর চেষ্টা করবো।

শিক্ষাঙ্গনে পুনরায় সন্ত্রাসকে ঢোকানো হবে, এমন দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে বাধ্য করেছে, সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এর মধ্য দিয়ে শিক্ষাঙ্গনে পুনরায় সন্ত্রাসকে ঢোকানো হবে।