রুহুল আমিন বাবু, বাগেরহাট: সোনিয়া নামের এক গার্মেন্টস কর্মী টাকার অভাবে ব্রেস্ট টিউমার অপারেশন করতে পারছিলেন না। সম্প্রতি শারীরিক অবস্থা গুরুতর হলে কর্মক্ষেত্র চট্টগ্রাম থেকে বাগেরহাটে নিজের বাড়িতে চলে যান। সেখানে গিয়ে অবস্থা আরও খারাপ হলে সেচ্ছাসেবী সংগঠন লতিফ মাস্টার ফাউন্ডেশনে যোগাযোগ করেন। এরপর মাত্র একদিনের মাথায় বাগেরহাট সদর হাসপাতালে বিনামূল্যে তার অপারেশন হয়েছে।
২০ এপ্রিল (রবিবার) দুপুর ১টায় বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর খ্যাত লতিফ মাস্টার ফাউন্ডেশনের সহায়তায় ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারের দিকনির্দেশনায় অস্ত্রোপচারটি পরিচালনা করেন সার্জারি বিশেষজ্ঞ ডা. ফারুকুজ্জামান। এ সময় তাকে সহায়তা করেন ডা. লিটন, ইন্টার্নি চিকিৎসক ডা. সুমা ও রাবেয়া।
চট্টগ্রামের চিকিৎসকেরা সোনিয়াকে জানিয়েছিলেন তার অস্ত্রোপচারে প্রায় ৫০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু এই অর্থ পরিবারটির ছিলো না।
১৯ এপ্রিল (শনিবার) দাদির সঙ্গে লতিফ মাস্টার ফাউন্ডেশনের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে যান সোনিয়া। সেখানে গাইনি বিশেষজ্ঞ ডা. আফসানা আক্তার সোনিয়াকে দেখে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরীক্ষা-নিরীক্ষার পর রবিবার তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
সোনিয়ার চিকিৎসার খোঁজখবর রাখেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্ণধার ও বাংলাদেশ সরকারের সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু এবং আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু। তারা জানান, ফাউন্ডেশনের অন্যতম প্রধান কার্যক্রম হলো ফ্রি মেডিকেল ক্যাম্প—যেখানে অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে সহায়তা করা হয়।
সোনিয়ার পরিবার, বিশেষ করে তার বাবা ও দাদি লতিফ মাস্টার ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাগেরহাট জেলা হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায় জানান, চট্টগ্রাম থেকে আসা গার্মেন্টস কর্মী সোনিয়ার চিকিৎসায় প্রয়োজনীয় সব ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হয়েছে।