জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দফাভিত্তিক আলোচনা হয়েছে এবং এই আলোচনা চলমান থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সংস্কার নিয়ে আমরা আলোচনা চলমান রাখতে চাই; আজ শেষ না হলে পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস।’
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ‘সংস্কার প্রস্তাব নিয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া স্প্রেডশিটে হ্যাঁ/না জবাব চেয়ে যে কাগজ দেওয়া হয়েছে, তাতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং আমাদের মিসলিড করা হয়েছে। এটি দেওয়া উচিত হয়নি।’
তিনি আরও জানান, বিএনপি সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন বিষয়ে বিস্তারিত মতামত জমা দিয়েছে। তিনি বলেন, ‘আজ হার্ড কপি জমা দিয়েছি, এগুলোর ওপর আলোচনা চলছে। সংবিধান সংস্কার দিয়ে শুরু করেছি, তারপর বিচার বিভাগ ও নির্বাচন নিয়ে আলোচনা হবে।’
সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে ১৩১টি প্রস্তাব থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ৭০টি বিষয় উল্লেখ করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমাদের দফাওয়ারি আলোচনা চলছে, সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতিসহ সব বিষয়ে আলোচনা হবে।’
বিচার বিভাগের মতামত নিয়ে প্রতিবেদনে ‘মিসলিড’ করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘১৫০টি মতামতের মধ্যে ৮৯টির বিষয়ে মতামত দিয়েছি। বাকিগুলোর অধিকাংশক্ষেত্রে একমত হওয়া বা মন্তব্যসহ একমত হওয়ার কথা জানিয়েছি।’
নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘কিছু কিছু বিষয়ে তারা এমন প্রস্তাব দিয়েছে, যা বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা বজায় থাকবে না।’
তিনি আরও জানান, কমিশনের সঙ্গে আলোচনা দ্বিতীয় পর্যায়ের এবং প্রয়োজনে আরও আলোচনা হবে। আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি।