গাজীপুরের ভূমিহীন ৩ হাজার ৯৫টি পরিবারকে ০.৫ শতাংশ করে সরকারি খাস জমি স্থায়ী বন্দোবস্ত দিয়ে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের নেতৃবৃন্দ। মঙ্গলবার গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংগঠনটির সভাপতি আওরঙ্গজেব কামাল ও সাধারণ সম্পাদক মো. আজহার আলী তাদের বক্তব্যে বলেন, ভূমি মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে আমরা আন্দোলনে নেমেছি। প্রায় আট বছর ধরে ধারাবাহিকভাবে ভূমিহীনদের পক্ষে আমরা আন্দোলন করে আসছি। বারবার বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন, জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের সামনে মানববন্ধন, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করাসহ আইনগত লড়াই করে এখনো তারা ভূমির দখল পাচ্ছে না।
তারা আরো বলেন, করোনাকালে ফাইল আটকে থাকার পর ২০২৩ সালে জেলা প্রশাসকের বরাবর নতুন করে চিঠি পাঠানো হয়। পরে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত ৩০৯৫টি পরিবারের পক্ষে রায় দেন। ১৭ মার্চ এই সংক্রান্ত নির্দেশনাও ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছে হাইকোর্ট।
নেতৃবৃন্দ বলেন, গত জুলাই আগস্টের গণঅভ’্যত্থানে সরকার পরিবর্তনের পর নানা উন্নয়ন প্রকল্প চালু রয়েছে। তাই আমাদের বেলায়ও হাইকোর্টের নির্দেশিত এই মানবিক প্রকল্প বন্ধ থাকতে পারে না। আমাদের দাবি ভূমিহীনদের এ স্বপ্ন বাস্তবায়নে শুধু রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন প্রশাসনিক আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।
এসময় তারা জেলার ভূমিহীন ৩ হাজার ৯৫টি পরিবারকে ০.৫ শতাংশ করে সরকারি খাস জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবি করেন বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে গাজীপুরে দীর্ঘদিন ধরে গৃহহীন থাকা পরিবারগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং একটি টেকসই সামাজিক পরিবর্তনের সূচনা ঘটবে।