‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্য নিয়ে মহালছড়ি উপজেলা বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহালছড়ি উপজেলা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের নানা কর্মসূচির শুভসূচনা করে উপজেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, মহালছড়ি উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ সালেহ আহমদ, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি সরকারি কলেজ প্রভাষক মোঃ আসাদুজ্জামান, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, মহালছড়ি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ প্রমূখ।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় উপজেলা বটতলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে পান্তা ইলিশের আয়োজন করা হয়।