মাহা সাংগ্রাইং উপলক্ষে খাগড়াছড়ি মহালছড়িতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি উদযাপন ও মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব উপলক্ষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ব্যানারে উপজেলার শত শত নারী পুরুষ ঐতিহ্যবাহী রং বেরঙের পোশাক পরে এই বণার্ঢ্য র‍্যালীতে অংশগ্রহণ করে। ১৩ এপ্রিল রোববার বিকাল ২ টায় র‍্যলীটি মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (আবাসিক) এর প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মংসুইহ্লা মারমার সঞ্চালনায় সভাপতি মংনু মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মারমা ঐক্য পরিষদ এর উপদেষ্টা ও সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মংচোপ্রু চৌধুরী ও মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলার শাখার সভাপতি থৈঅং মারমাসহ উপজেলা বিএনপির  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত:  পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের মধ্য থেকে  অন্যান্য সম্প্রদায়ের মতো পুরাতন বাংলা বছরের বিদায় ও বাংলা নববর্ষকে বরণ করে নেওয়াকে মারমা সম্প্রদায়েরা ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব হিসেবে পালন করে থাকেন। উৎসবের দিনগুলোতে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।