জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমিকের সাথে অভিমান করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক প্রেমিকা। এ সময় স্থানীয়দের তৎপরতায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে মেয়েটি। সে এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
রোববার (১৩ এপ্রিল) সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে সরিষাবাড়ী পৌর এলাকার ঝালুপাড়া সেতুতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত হোসেন নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল ওই এসএসসি পরীক্ষার্থীর।
জানা গেছে, সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য হয়। এতে অভিমানে মেয়েটি ঝারকাটা নদীর সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরীক্ষার্থী ওই ছাত্রীর বাবা জানান, ‘এসএসসি পরীক্ষা দিচ্ছে তার মেয়ে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বান্ধবীর কাছ থেকে সাজেশন আনতে বের হয়। বিকেল গড়ালেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি। সন্ধ্যায় নিপ্পন নামের এক ব্যক্তি এসে জানায়, আমার মেয়ে হাসপাতালে ভর্তি।’
তিনি আরো বলেন, ‘আমার মেয়ে প্রেমের ফাঁদে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। প্রতারণার শিকার হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: চাঁদ মিয়া জানান, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনিব্যবস্থা নেয়া হবে।’