ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলার প্রধান আসামি ও মূলহোতা আওয়ামী লীগ নেতার ছেলে ইশতিয়াক নূর চৌধুরী জিহানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নগরীর ৭ নম্বর ওয়ার্ডের সুবিদবাজার এলাকার আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার (৭ এপ্রিল) ইসরাইলবিরোধী বিক্ষোভ কর্মসূচির সুযোগে দরগাহগেট এলাকার বাটার একটি আউটলেটে হামলা ও ভাঙচুর চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় অন্যরা যখন ভাঙচুরে ব্যস্ত তখন জুতা লুটপাট শুরু করে জিহান। ব্যাগে ভরে জুতা লুট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এসএমপির কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক বলেন, ‘জিহানই প্রথম জুতা লুট করা শুরু করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ, বিভিন্ন ভিডিও ও সোর্সের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা যায়। পরে অভিযান চালিয়ে নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে শুক্রবার রাতে তাকে আটক করা হয়।’
তিনি আরো বলেন, ‘জিহানের বাবা মনিরুজ্জামান চৌধুরী একজন আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে মামলাও রয়েছে।’