মানুষের ক্ষুধা ঠিকমতো মিটলে রাজনীতি সুন্দর হবে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা বিশ্বাস করি এক্ষেত্রে আমাদের রাজনৈতিক সব সৌহার্দ্য-সহযোগিতা সবকিছু থাকা খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘দিন শেষে যদি পরিবর্তন হয়, মানুষের যদি পরিবর্তন হয়, তাহলে আমরা যারা রয়েছি রাজনীতি করতে চাই, আমাদের জন্য রাজনীতি করাটা সহজ হবে।’

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় পঞ্চগড় জেলা প্রশাসনের মীরগড় ইকো পার্কে জেলা প্রশাসনের আয়োজনে দু’দিন ব্যাপী মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘মানুষের পেটের যে ক্ষুধা সেটা যদি ঠিকমতো মিটে তাহলে রাজনীতিটা সুন্দর হবে। পেটে ক্ষুধা রেখে সুন্দর রাজনীতি কালচার নিয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

তিনি আরো বলেন, ‘পঞ্চগড় জেলা প্রশাসন অনেক কাজ ব্যাপক উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি, পঞ্চগড়ে রাজনৈতিকভাবে সবাই এগিয়ে আসবেন। বাংলাদেশের রাজনীতিতে এখন যারা কথা বলছেন এই মানুষগুলো আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কিনা তার নিশ্চিয়তা ছিল না। এই ছাত্রদের এত ত্যাগ, এত রক্তের পরেই কিন্তু এই অভ্যুত্থান এবং এই মানুষগুলো এখন বুক ফুলিয়ে কথা বলতে পারছে।’

নববর্ষ নিয়ে সারজিস বলেন, ‘শো-অফের জন্য যেন বাইরের যে অপসংস্কৃতিগুলো রয়েছে তা যেন আমরা এই সংস্কৃতির অংশ না বানিয়ে দেই। একজনের সংস্কৃতি অন্যজনের ওপর চাপিয়ে দেয়ার কাজও যেন আমরা না করি। সবার সংস্কৃতির ওপর আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।’

মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ বিষয়ে তিনি বলেন, ‘গতানুগতিক কৃষি করতে করতে এখন কৃষকরা ক্লান্ত। এখানে না আছে অর্থ না আছে নিশ্চয়তা। তাই কৃষির পাশাপাশি আমাদের এমন বিকল্প কিছু ভাবতে হবে।’

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, মাশরুম প্রশিক্ষক ড. মো: নজরুল ইসলাম, সদর উপজেলা কর্মকর্তা জাকির হোসেনসহ ৫৪ প্রশিক্ষণার্থী।