বাংলা বছরকে বিদায়ে চৈত্রের শেষ দুই দিন ও বাংলা নববর্ষের প্রথম দিনকে কেন্দ্র করে বিজু উৎসবে আনন্দ ও আয়োজনে মেতে উঠেছে পাহাড়ি সম্প্রদায়ের জনগোষ্ঠীর মানুষ।
পাহাড়ি (চাকমা) সম্প্রদায়ের সামাজিক-সাংস্কৃতিক বিজু উৎসব আজ (১২ এপ্রিল) ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে। তিন দিনের উৎসবের শুরুর দিনকে ‘ফুল বিজু’ বলা হয়। এদিন নতুন বছরের মঙ্গল কামনায় গাঙে (নদীতে) ফুল ভাসিয়ে প্রার্থনা করা হয়। পাহাড়ের নদী, লেক, পাহাড়ি ঝরনা, কুয়া, ঝিরি, পানির উৎসগুলোতে ফুল ভাসিয়ে বিজুকে বরণ করে নেওয়া হয়। দ্বিতীয় দিন মূল বিজু ও শেষের দিন নতুন বছরের মধ্য দিয়ে সমাপ্তি হবে এ আয়োজন।
শনিবার সকালে খাগড়াছড়িতে সূর্যোদয়ের সাথে সাথে পাহাড়ি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে বিজু, জবা, বেলী, মাধবীলতা, রঙ্গন, বাগানবিলাসসহ বিভিন্ন জাতের ফুল সংগ্রহ করেন পাহাড়ি সম্প্রদায়ের কিশোর-কিশোরীরা। ‘ফুল বিজু’র এ উৎসবে খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেন পাহাড়ি সম্প্রদায়ের মানুষ।