গাজীপুরে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। শুক্রবার দিবাগত রাতে মহানগরীর সদর থানাধীন দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম- রাকিব মোল্লা (৩৫)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন দাক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে এবং সদর মেট্রো থানা শ্রমিকলীগের আহবায়ক ও ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা।

জিএমপি’র সদর থানার ওসি মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় শহীদ হাজীর বাড়ির পাশের রাস্তায় উপর ফেলে রেখে চলে যায়। এলাকাবাসি তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাকিব মোল্লাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ওসি মেহেদী হাসান আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কৃষকদলের গাজীপুর মহানগর শাখার আহবায়ক আতাউর রহমান জানান, কৃষকদলের গাজীপুর মহানগর শাখার প্রস্তাবিত যুগ্ম আহবায়ক রাকিব মোল্লা এবার সভাপতি প্রার্থী ছিলেন।