বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাটের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের -২০২৫ এস,এস,সি,পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ষষ্ঠ শ্রেণীর নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে রবিবার সকাল দশটায় বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি খুলনা কৃষি ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শেখ আলাউদ্দীন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন,সিনিয়র শিক্ষক সাধন কুমার হালদার, শিক্ষক ছবি হালদার,শিক্ষক মোসাঃ সালমা আক্তার, শিক্ষক মোঃ জিয়াউল হাসান,শিক্ষক প্রদীপ হালদার,বিদায়ী ছাএী সুমাইয়া আক্তার, শাম্মী আক্তার ফাতেমা,মাঈনুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি খুলনা কৃষি ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুল ইসলাম তার বক্তৃতার শুরুতে সর্বপ্রথম মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া আদায় করেন তার নিজ প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে কথা বলতে সুযোগ পাওয়ার জন্য। তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই পর্যায়ে এসেছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগের বিনিময়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের সমাপ্তি হয়েছে। পরীক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে পরবর্তী উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য উদ্ভুদ্ধ করেন। দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশকে সেবা দানের জন্য অনুপ্রেরণা দেন। তিনি ঘোষণা দেন পরীক্ষায় ভালো ফলাফলকারীদের বিশেষ ভাবে পুরষ্কৃত করবেন। সর্বোপরি তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টার জন্য নিশ্চয়তা প্রদান করে তার বক্তব্যর ইতি টানেন। এই বিদ্যালয় থেকে এ বছর তিনটি বিভাগে বিভাগে মোট ৬৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে। আলোচনা সভা শেষে বিদায় ছাত্র-ছাত্রী এবং নবাগত ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া মোনাজাত করা হয়। অমনী চাঁদ পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।