গাজীপুরে “বিএনপি’র পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম” আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। মঙ্গলবার থেকে গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে মহানগরীর বাসন থানার ১৭নং ওয়ার্ডের এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাসন থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির।

স্থানীয় শহীদ তোফাজ্জল হোসাইন স্মৃতি সংসদে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মিজানুর রহমান মন্ডল ও সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো: রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাবেক জিএস মোঃ আনোয়ারুল ইসলাম, ভাওয়াল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলহাজ্ব মো: সুরুজ আহমেদ, বিএনপি নেতা হাজী শহীদুল ইসলাম, আইন উদ্দিন বরকত টুটু, হাজী মো: আব্দুল খালেক, কাজী মোস্তফা জামাল খোকন, হাফেজ খোকন বিশ্বাস, শওকত হোসেন বাবু প্রমুখ।