ইসরায়েলী আগ্রাসন বিরোধী মিছিলকে ব্যবহার করে নাশকতা, ভাংচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জিএমপি’র গাছা থানা পুলিশ। দেশকে অস্থিতিশীল এবং বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) জিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের মো: সবুজের ছেলে সিয়াম খান আনিক (১৮), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া (নতুন বাজার) এলাকার মো: কামালের ছেলে শিমুল আহম্মেদ শাওনা (২০), শরিয়তপুরের বাহেরচার থানার মোল্লারকান্দি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন (১৯) এবং গাজীপুরের পুর্ব কলমেশ^র এলাকার আমীর হোসেনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) গাছা জোনের সহকারী কমিশনার ফাহিম আসজাদ জানান, সোমবার (৭ এপ্রিল) দুপরে মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় ইসরায়েলী আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। ওই মিছিল থেকে গ্রেফতারকৃতরা পূর্ব পূবপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করে বর্হিবিশ্বে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানী ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাংচুর, লুটপাট ও ক্ষতিসাধন করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তীতে ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গাছা থানা পুলিশ। ওইদিন রাতেই গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা নাশকতা, ভাংচুর, লুটপাটের ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই ঘটনায় সরাসরি জড়িত, উস্কানিদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলামান রয়েছে। গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।