তানভীর ইসলাম আলিফ কুমিল্লা (হোমনা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবিতে ও গণহত্যার প্রতিবাদে এবং সারাবিশ্বের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল দশটায় হোমনা উপজেলার সর্বস্তরের জণগণের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচী পালন করে।
এতে বিশ্বিবদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জণগণ অংশগ্রহন করেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারী বিক্ষিপ্ত জণতা ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
অবস্থান কর্মসূচীতে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের দাবিতে ও গণহত্যার প্রতিবাদে এবং সারাবিশ্বের হরতালের সমর্থন ও ইসরাইল পন্য বয়কটের আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমিল্লার পশ্চিম জেলার ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা তাইজুল ইসলাম, হোমনা উপজেলার শাখার জামায়াতে ইসলামির নির্বাচন ও প্রশাসনিক বিভাগের কর্মপরিষদ সদস্য কাজী ইব্রাহিম খলিল,
উপজেলা ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন, বৈষম্যনিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. ইউসুফ, মো.ইউনুছ ও রিয়াজুল হক প্রমুখ।