রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ফায়ার সার্ভিস অন্তত ১৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন।
আজ সোমবার ভোর সোয়া ৪টার দিকে নাজিমউদ্দিন রোডে মাকরোশা মাজার এলাকার এ ঘটনা ঘটে।
নিহতের নাম আমিন উদ্দিন (৬৫)। আহতদের মধ্যে মধ্যে আটজনের নাম পাওয়া গিয়েছে। তারা হলেন, মোহাম্মদ শাকিব (২২) মমতাজ বেগম (৫৫), মোহাম্মদ বুলবুল (৩৭), শিল্পী বেগম (৪২), তালহান (৪), ইকবাল হোসেন (৪৭) ও মুশপিকা আক্তার (২৫)।
এদিন ভোর সাড়ে ৫টার দিকে অসুস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আমিন উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং বাকি সাতজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বংশালের নাজিমুদ্দিন রোডে একটি পাঁচতলা বাসার নিচতলা আগুন লেগে ধুয়ায় অসুস্থ হয়ে আটজনকে ঢাকা মেডিক্যালের বার্নে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি সাতজন চিকিৎসাধীন রয়েছে।
অসুস্থদের হাসপাতালে নিয়ে আসা অনেকেই জানান, আগুনের ঘটনায় অন্তত ১৮ জনের মতো অসুস্থ হয়েছেন।
তিনি আরো জানান, আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন এবং তারা তদন্ত করছেন কিভাবে আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আজ ভোর ৪টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ৪টা ১২ মিনিটে প্রথম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ও লালবাগের দু’টিসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, ভোর ৫টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। এ সময় সেখানে থেকে ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।