ফিলিস্তিনে দীর্ঘ ৫০৭ ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দু’বার যুদ্ধবিরতি চুক্তি হলেও নানা ছল-ছুতোয় তা লঙ্ঘন করে সহিংসতা অব্যাহত রেখেছেন তিনি। সম্প্রতি তার এই সহিংসতা কল্পনাতীত পর্যায়ে পৌঁছেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে কুলিয়ে উঠতে না পেরে গাজাকে নিষিদ্ধ বোমা ব্যবহার করে বসবাসের অনুপোযোগী করে ফেলছে।
এহেন অবস্থায় বিশ্ববাসীর প্রতি হামাস উদাত্ত আহ্বান জানিয়েছে যে পুরো মুসলিম উম্মাহ যেন দেশে দেশে বিক্ষোভ মিছিল করে তাদের প্রতি সংহতি জানায় এবং এই কসাইকে মানবাধিকার লঙ্ঘন থেকে নিবৃত্ত করতে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করে। তাদের এই আহ্বানে সাড়া দিয়ে আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আমরা প্রতিনিধিদের পাঠানো সেসব কর্মসূচি নিম্নে তুলে ধরছি,
রাজধানী : গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে রাজধানী বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীর ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের নেতাকর্মীরা।
আজ সকাল ১১টা থেকে রাজধানীর গুলশান, সায়েন্সল্যাব, মোহাম্মদপুরের বসিলা ব্রিজ ও ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। এছাড়াও মার্কিন দূতাবাসের উল্টোপাশে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এদিকে বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
ধামরাই (ঢাকা) : ফিলিস্তিন গাজাবাসীর উপরে ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অংশগ্রহণ করেছে ঢাকার ধামরাইয়ে ছাত্র সমাজ, তৌহিদ জনতা ও ওলামা কেরামগন।
আশুলিয়া (ঢাকা) : ইসরাইল কর্তৃক গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল মুসল্লী সহ তৌহিদী জনতা। তাদের সাথে সাধারণ মানুষদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। সোমবার (০৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে খেলাফাত মজলিস শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আশুলিয়ার জিরানী বাজার বিকেএসপির সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রে তারা একটি মিছিল করে।
ফরিদপুর : গাজায় মুসলিম জনগণের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে জেলার ছাত্র সমাজের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে জনতা ব্যংক মোড়ে পৌছে অবস্থান নেয়।
এ সময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সভাপতিত্বে বক্তব্য দেন সোহেল রানা, শাহ মো: আরাফাত, আনিসুর রহমান সজল, মেহেদি হাসান, নিরব ইমতিয়াজ শান্ত, খেলাফত মজলিসের সভাপতি মওলানা আমজাদ হোসেন, হেফাজত ইসলামের সভাপতি মাওলানা কবির হোসেন, ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন ফারহান সাদিক নুর, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী দিল আফরোজ শ্রাবণী।
লালমনিরহাট : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি জনতার ডাকে গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার সর্বস্তরের মানুষের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে তুষভান্ডার সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে করে কর্মসূচি শেষ হয়।
পাটগ্রাম (লালমনিরহাট) : তৌহিদী জনতার ডাকে আজ সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে দুপর সাড়ে ১২টা পর্যন্ত উত্তর জনপদের লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহর থমকে ছিল। এ সময় দখলদার সন্ত্রাসী ইসরাইলী বাহিনী ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের গণহত্যার প্রতিবাদে সাধারণ ধর্মপ্রান মুসলিম জনতা ও ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসে।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন পাটগ্রাম পৌর জামায়াতের আমির সোহেল রানা, থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ব্যবসায়ী ও স্থানীয় আলেমগণ।
ব্রাহ্মণবাড়িয়া : গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন, নারী-শিশুসহ হাজারো নিরীহ মানুষ হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার মডেল মসজিদ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে রেলস্টেশনের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রপ্রতিনিধি আসিফ নেওয়াজ, মো: রুবায়েত ও মাওলানা মো: সাইদুল হক প্রমুখ।
রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের সমর্থনে আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ, রাঙ্গামাটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও ছাত্র জনতার কর্মসূচীতে সংহতি প্রকাশ করে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙ্গামাটি জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মুস্তফা হেজাজী।
এতে উপস্থিত ছিলেন জেলা গাউসিয়া কমিটির আহবায়ক আলী আকবর সওদাগর, জেলা আহলে সুন্নাতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মো: আখতার হোসেন চৌধুরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নঈম উদ্দিন আল ক্বাদেরী, জেলা আহলে সুন্নাতের সাংগঠনিক সম্পাদক মো: আলী খান, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম নঈমী, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আবদুল আহাদ, রাঙামাটি সিএনজি অটোরিকশাচালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।
পাথরঘাটা (বরগুনা) : ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধের প্রতিবাদ এবং জাতিসঙ্ঘের কঠোরহস্তে দমন করার দাবিতে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার সময় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ পাথরঘাটা উপজেলা আমির মাওলানা মাসুদুল আলম, পৌর আমির মাওলানা বজলুর রহমান, ইসলামী আন্দোলনের পাথরঘাটা উপজেলা সভাপতি এম এস সোহাগ বাদশাহ, উপজেলা জমিয়তি হিজবুল্লার সভাপতি কাজী তোহা মুহাম্মদ জিয়া, পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন এসমে শিকদার, সমাজকর্মী মেহেদী সিকদার প্রমুখ।
সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ফিলিস্তিনে হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সিংড়া কোর্ট মাঠ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশ হয়। সমাবেশে ইসরায়েলি পণ্য বর্জন এর আহবান ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানানো হয়।
বক্তব্য রাখেন মুফতি মাসুম বিল্লাহ, সিংড়া আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জামায়াতের কর্ম পরিষদ সদস্য আফসার আলী, মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন উপজেলার সেক্রেটারি শাহ ওয়ালী উল্লাহ, ছাত্র শিবিরের সেক্রেটারি আল হাবিব, খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, ফয়সাল আহমেদ প্রমুখ।
চাটমোহর (পাবনা) : গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৭ এপ্রিল) বেলা ১২টায় বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ও শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ফিলিস্তিনে হওয়া নির্মম গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল (যশোর) : দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের উদ্যোগে যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ও নাভারণ সাতক্ষীরা মোড়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।