ফরিদপুরের মধুখালীতে রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছেন ফরিদপুর ১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) মীরের কাপাষহাটিয়া বাজার, কালপোয়া বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি।
লিফলেট বিতরণকালে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন।
তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।
সামসুদ্দিন মিয়া ঝুনু আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহবান জানান তিনি।
তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, মধুখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাপান, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. জাকির হোসেন, সাংবাদিক সাংবাদিক মীর আনিস বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।