বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল বিকালে মাহাতাব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি শৃঙ্খলা সভায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তৃতা করেন বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ। মাহামুদুল -উল-হাচান। এছাড়া উক্ত আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন, সিরাজ হালদার,মাওঃ মহিবুল্লাহ,কামরুজ্জামান আদর, সাংবাদিক রুহুল আমিন বাবু,মাওঃহারুন অর রশীদ,সেকেন্দার মল্লিক বাইজিত হোসেন, মেহেদী মোহন,সোহেল রানা,সুমন হালদার,হানিফ পাইক জোবায়ের শেখ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ রিজাউল করিম।আলোচনা সভায় মাদকের বিরুদ্ধে কঠোর হস্তে দমন এবং রাতে এলাকাভিত্তিক ডিফেন্স পার্টির ডিউটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।