জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় মুগ্ধের বাসায় যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা।

মুগ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সবাইকে নিয়ে মোনাজাত করেন ডা. শফিকুর রহমান।

এর আগে ডা. শফিকুর রহমান ৯ দিনের ইতিক্বাফ শেষ করে চাঁদ দেখে মসজিদ থেকে বের হন।

পরে তিনি দলের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রাজধানীর উত্তরার বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন, পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং মহান আল্লাহর দরবারে শহিদ মুজাহিদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি দেয় আওয়ামী লীগ সরকার।