বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এই প্রথমবারের মতো কিডনি, প্রস্টেট ও ইউরোলজি বিশেষজ্ঞ সার্জনের চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা। এই বিভাগে গত ১২ ডিসেম্বর যোগ দিয়েছেন ইউরোলজি বিশেষজ্ঞ সার্জন ডা. নিরুপম মণ্ডল। তিনি নিজেও বাগেরহাটের সন্তান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. নিরুপম মণ্ডল এখন পর্যন্ত ৫০ জন রোগীর ল্যাপারোস্কপি এবং ৩২ জন রোগীর অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। এছাড়া ডায়ালাইসিস করতে আসা বেশ কয়েক জন রোগীর হাতে ফিস্টুলা স্থাপন করেছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার অযোধ্যা গ্রামের শেখ মোজাফফর হোসেন জানান, তিনি কিডনি রোগী। তার কিডনি ডায়ালাইসিসের জন্য খুলনার একটি ক্লিনিক থেকে ১০ হাজার টাকার বিনিময়ে গলায় ফিস্টুলা স্থাপন করিয়েছিলেন। এখন ডা. নিরুপম মণ্ডলের রোগী দেখার খবর জানতে পেরে তার কাছেই বিনামূল্যে হাতে ফিস্টুলা স্থাপন করিয়েছেন।
ইউরোলজি বিভাগের এই চিকিৎসক সপ্তাহে চার দিন আউটডোরে রোগী দেখছেন এবং দুই দিন ল্যাপারোস্কপিসহ অস্ত্রোপচার করছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে ইউরোলজি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকলে শতভাগ রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হতো। এজন্য সব যন্ত্রপাতির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তারা।