বাগেরহাট থেকে রুহুল আমিন বাবু: বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর খ্যাত লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

২৫ মার্চ মঙ্গলবার বিকেলে লতিফ মাস্টার ফাউন্ডেশনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রয়াত গুণিজন শিক্ষক লতিফর রহমানের জ্যেষ্ঠ পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম, জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম আরিফ।

খাদ্য সামগ্রি বিতরণের আগে অতিথিরা ফাউন্ডেশনের বিভিন্ন কর্মযজ্ঞ ঘুরে দেখেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদ -উল- হাসান, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সদ্দার নাসির উদ্দিন লনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেগ শামীম, জেলা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, স্বপ্ন নীড় এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন, সাধারণ সম্পাদক শামিল হাসান, বায়তুল লতিফ জামে মসজিদের সভাপতি শেখ শহর আলী, সাধারণ সম্পাদক সাবেক বিজিবি কর্মকর্তা কবির হোসেন মিন্টু, আমানুর মেম্বর, শিক্ষক মিফতা উদ্দীন, বোরহান, সালমান হুসাইন,রাসেল শেখ,আলিফ, এবং সাবেক ছাত্রনেত সুমন হাওলাদারসহ প্রমুখ।