প্রথমবারের মতো ঈদুল ফিতর উপলক্ষ্যে স্বল্প আয়ের নাগরিকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। আগামি বুধবার নগরীর আটটি জোন এলাকায় ১১টি গরু জবাই করে প্রতিজনকে ৫শ’ টাকা দরে দেওয়া হবে এক কেজি মাংস। সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মাসিক সভা শেষে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় স্বল্প আয়ের বহু মানুষ বসবাস করেন। বাজারে মাংসের মূল্য বেশি হওয়ায় স্বল্প আয়ের অনেকেই নিয়মিত মাংস কিনে খেতে পারেন না। তারা যাতে কম মূল্যে মাংস কিনে পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারেন সেজন্য প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। স্বল্প আয়ের মানুষের প্রতিটি পরিবারের কাছে সর্বোচ্চ এক কেজি গরুর মাংস বিক্রি করা হবে। এর বেশি কাউকে দেওয়া হবে না। প্রতি কেজি মাংসের মূল্য হবে ৫শ’ টাকা। এ ক্ষেত্রে ভর্তুকি দিবে গাজীপুর সিটি কর্পোরেশন। তিনি আরো জানান, ইতোমধ্যে প্রায় ৫/৬ মণ ওজনের প্রতিটি গরু দেড় থেকে দুইলাখ টাকা মূল্যে ১১টি গরু ক্রয় করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।