গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস বিক্রেতা এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল ইসলাম (১৯) রংপুরের পীরগঞ্জ থানার মিল্কি এলাকার আব্দুস সামাদের ছেলে। সে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একতা মার্কেট গলির একটি বাড়িতে ভাড়া থেকে বাবার সঙ্গে মাংস বিক্রি ও চায়ের দোকানের ব্যবসা করতো।
জিএমপি’র বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে এক বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে হয় মনিরুল ইসলাম। সে ভোগড়া বাইপাস এলাকার একতা মার্কেট গলিতে যাওয়া মাত্রই পাঁচ যুবক তার পথরোধ করে তার কাছে থাকা এক লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দিলে যুবকরা তার হাটুর উপরে একাধিক ছুরিকাঘাত করে এবং তার কাছে থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রতিবেশিরা মনিরুলকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাব্বি (১৯) নামের একজনকে আটক এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। মাংস বিক্রির টাকা ছিনিয়ে নিতে পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।