খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ হামিদুল ইসলাম(২৮) কে গ্রেফতার করেছে মহালছড়ি থানা পুলিশ।

রবিবার (২৩ মার্চ ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি থানার এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করে মহালছড়ি-গুইমারা সড়কের মাঝামাঝি সিন্দুকছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করে।

আটককৃত হামিদুল ইসলাম মহালছড়ি টিএনটি পাড়ার মোঃ শামসুল হকের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ’র মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, অপারেশন ডেবিল হান্টের আওতায় অভিযান চালিয়ে গভীর রাতে তাকে আটক করা হয়, তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানা ও মহালছড়ি থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।