গাজীপুরে লরির (ট্রাক) সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইকের (অটোরিকশা) সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। রবিবার মহানগরীর পূবাইল থানার মাঝুখান এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) এবং একই থানার মাঝুখান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সাব্বির আলম (২৭)। এদেও মধ্যে সাব্বির আলম ঢাকার একটি আন্তর্জাতিক হেটেলে চাকুরি করতেন।

জিএমপি’র পূবাইল থানার এসআই রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, রবিবার সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের মাঝুখান এলাকায় বেপরোয়াগতিতে ঢাকাগামী একটি লরির (ট্রাক) সঙ্গে বিপরীতদিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইকের (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক হানিফ মিয়া ও এক যাত্রী সাব্বির আলম ঘটনাস্থলেই নিহত ও অপর দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।

এসআই রফিকুল ইসলাম আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার এবং গাড়ি দুইটি জব্দ করেছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।