সব ধরনের ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা নেই সাকিব আল হাসানের। ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের বিষদ পরীক্ষার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। অথচ, মাঝের সময়টাতে নিষেধাজ্ঞায় পড়া সাকিব মিস করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানতে চেয়েছিলেন দেশসেরা এই অলরাউন্ডার।

সাকিবের সেটি নিয়ে আক্ষেপ থাকবেই। তবে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়াটাও কম স্বস্তির নয়। সেটা সাকিব ও দেশের ক্রিকেটের সবার জন্যই। যা পরিষ্কার বিসিবির বার্তায়। সাকিবের বোলিং পরীক্ষায় পাস করার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি।

যেখানে বলা হয়েছে, ‘গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।’

আরও বলা হয়, ‘ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।’

এর আগে বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব। ত্রুটি সারাতে চলতি মাসে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে। লম্বা সময় পর তার সুফলও পেলেন সাকিব। যার ফলে এখন আর তার খেলতে কোনো বাধা নেই।

নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় জাতীয় দল থেকে দূরে থাকা সাকিব হয়তো এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই নিজেকে ব্যস্ত করবেন। এরপর হয়তো চাইবেন দেশের জার্সিতে আরও কিছুটা সময় ক্রিকেট খেলতে। এরপর ক্রিকেটকে বিদায় জানাতে। তবে সেই সুযোগ তিনি পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েই গেল।