গাজীপুরে সিএনজি চালিত অটোরিক্সায় চাঁদাবাজি এবং নানা অজুহাতে হাইওয়ে সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে পুলিশের মামলার প্রতিবাদে বিরুদ্ধে বিক্ষোভ করেছে সিএনজি অটোরিকশার চালকরা। এসময় তারা প্রায় ৩ ঘন্টা ঢাকা- জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখে। বৃহস্পতিবার মহানগরীর নলজানি এলাকায় জিএমপি’র বাসন থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে তারা। এর আগে সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে চালকরা। আটককৃতরা হলো- এহসানুল হক (২৫) ও মোঃ সাদ্দাম হোসেন (৩২)।
সিএনজি চালকরা জানায়, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা হতে বিভিন্ন সড়কে সিএনজি চালিত কয়েকশ’ অটোরিক্সা প্রতিদিন চলাচল করে। গত কয়েকমাস যাবত এসব অটোরিক্সা হতে প্রতিদিন জোরপূর্বক ১০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা দিতে না চাইলে সিএনজি চালকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি তাদের কাছ থেকে জোরপূর্ব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনার কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানি ও মারধর করা হয়। এছাড়াও শ্রমিকরা অভিযোগ করে বলেন, সড়ক গুলোতে চলাচল করতে গেলে কাগজপত্র সঠিক থাকলেও বিভিন্ন স্থানে সিএনজি চালিত অটোরিক্সার বিরুদ্ধে মামলা দিচ্ছে গাজীপুর হাইওয়ে পুলিশ। অথচ মহাসড়কের বিভিন্ন সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে সহস্রাধিক অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা। স্থানীয় এক রাজনৈতিক দলের নেতার নেতৃত্বে চাঁদাবাজির এসব ঘটনা ঘটছে। এ ব্যাপারে পুলিশসহ স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হলেও কোন প্রতিকার হচ্ছে না।
এ ব্যাপারে জিএমপি’র বাসন থানার ওসি কায়সার আহমদ জানান, বৃহষ্পতিবার সিএনজি অটোরিক্সা চালকরা ঢাকা-জয়দেবপুর সড়কের নলজানি এলাকায় প্রায় তিনঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংসার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল শুরু হয়। আটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।