দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে এ নিহতের ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কামরুল ইসলাম ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাপুর গ্রামের আবদুল মান্নানের বড় ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সন্ত্রাসীরা কামরুলের দোকানে ডাকাতি করতে এসে ক্যাশ থেকে সব টাকা নিয়ে যায়। একপর্যায়ে দোকানের বাইরে থাকা গাড়িতে আরো বেশি টাকার জন্য হানা দেয়। কিন্তু গাড়িতে কিছু না পেয়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় বাংলাদেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই জামাল উদ্দিন জানান, আমার ভাই দীর্ঘ প্রায় ১২ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় থাকে। সে এখনো বিয়ে করেনি। দেশে আসলে বিয়ে করার কথা ছিল। তাই আমরা ভাইয়ের বিয়ের জন্য পাত্রী খুঁজতেছি। বৃহস্পতিবার আমাদের এক আত্মীয়ের কাছে ফোনে খবর পেলাম ভাইকে আফ্রিকান সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে৷