বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাট জেলা জমিঈয়ত আহলে হাদীসের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ মার্চ বিকালে শহরতলীর মুনিগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ মিলনায়তনে ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাফেজ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কেন্দ্রীয় জমিয়তের অফিস বিষয়ক সম্পাদক শাইখ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা জমিঈয়ত নেতা মাওঃ মিজানর রহমান, ফারুক মাদানী,শাইখ আব্দুস সালাম-বিন আনোয়ার।উক্ত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন, জেলা জমিঈয়ত আহলে হাদীসের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ইউছুব হোসেন,সৈয়দ রওনাকুল ইসলাম, প্রধান শিক্ষক ইনামুল হক মুকুল,সাখাওয়াত হোসেন,ইমাম শরিফুল ইসলাম, হাফজ শাইখুল ইসলাম, ইমাম মশিয়ার রহমান, হাফেজ মাহফুজুর রহমান,ইমাম আনোয়ার,কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আল- মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা জমিঈয়তের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক রোজাদারকে ইফতারী করানো হয়।