ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার মাঝকান্দিতে মাগুরা থেকে ফরিদপুরগামী ট্রাকের সঙ্গে ঢাকাগামী অপর একটি ট্রাকের সংঘর্ষে ঢাকাগামী ট্রাকের হেলপার আলি হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি জব্দ করে।
নিহত আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দিগং গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো. রইস হোসেন জানান, নিহতের মরদেহ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অপর ঘটনায় মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার কানখুরদিতে আলু বোঝাই ট্রাকের চাপায় বাকিয়ার মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় আহত জালাল মিয়া (৬৭) নামে অপর এক বৃদ্ধকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বাকিয়ার মল্লিক বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখুরদী গ্রামের মৃক হানিফ মল্লিকের ছেলে।
বোয়ালমারী থানার এসআই আব্দুর রশিদ জানান, মসজিদ থেকে নামাজ শেষে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় আলুবোঝাই একটি ট্রাকের চাপায় এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।