গাজীপুরে প্রায় ৪ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পাল্টাপাল্টি অবরোধ ও বিক্ষোভ করেছে পরিবহন ও পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার এক নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনার জেরে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার সামনের ওই মহাসড়কে এ ঘটনা ঘটে।

আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার নারী শ্রমিক (সুইং অপারেটর) জান্নাতুল ফেরদৌসি তামান্না (৩২) অটো রিকশায় চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অতিক্রম করার সময় একটি ট্রাক ওই অটো রিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তামান্না। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনার প্রতিবাদে নিহতের সহকর্মীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার সামনে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে প্রায় দুই ঘন্টা পর সকাল ১০টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু করে।

এদিকে অবরোধ চলাকালে পোশাক শ্রমিকরা কয়েকটি যানবাহন ভাংচুর করেছে এমন দাবি করে বিক্ষোভ শুরু করে ওই মহাসড়কে চলাচলকারী পরিবহনগুলোর চালক ও সহকারীরা। এসময় পরিবহন শ্রমিকরা তাদের ভাংচুরকৃত যানবাহনের ক্ষতিপূরণ আদায় এবং কথায় কথায় মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর না করার দাবি জানিয়ে ওই মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানালেও অবরোধ অব্যহত রাখে পরিবহন শ্রমিকরা। একপর্যায়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করে দিলে বেলা সোয়া বারটার দিকে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ডিজিএম জয়নুল আলম রিপন বলেন, বুধবার সকালে ওই শ্রমিক কারখানায় আসার পথে মহাসড়ক পার হওয়ার সময় অটোরিকশার সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ট্রাক চাপায় নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৪ ঘন্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে তাদের দাবি মেনে নিলে দুপুর সোয়া ১২টার দিকে তারা সড়ক থেকে সরে যায়।